ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

সারাদেশ

বরিশালে ভেলায় ভেসে এলো ভারতীয় নারীর লাশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩২, জুলাই ২৬, ২০২৫
বরিশালে ভেলায় ভেসে এলো ভারতীয় নারীর লাশ

বরিশাল: বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে ভেলায় ভেসে আসা নারীর পচে যাওয়া লাশের কঙ্কাল উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) ভোরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে মুলাদীর নৌ-পুলিশের পরিদর্শক খন্দকার সফিকুল ইসলাম জানিয়েছেন।

ওসি বলেন, উদ্ধার করা লাশের সঙ্গে কাগজে হিন্দি ভাষায় নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দেওয়া ছিল। সেখানে লেখা অনুযায়ী লাশটি ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডা জেলার পাথরঘামা গ্রামের পঞ্চায়েত ইটরা এলাকার নারায়ণের স্ত্রী শরিকা দেবীর।

তিনি জানান, লাশটি ভেসে জয়ন্তী নদীর নাজিরপুর খেয়াঘাট এলাকায় নদীর তীরে আটকে পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখানে গিয়ে দেখা গেছে, কলা গাছের ভেলায় ভেসে রয়েছে। লাশটি পচে কঙ্কাল বের হয়ে গেছে। কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মুলাদী থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।