ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

সারাদেশ

গাজীপুরে বিলে নৌকাডুবিতে একজনের মৃত্যু, নিখোঁজ ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, জুলাই ২৬, ২০২৫
গাজীপুরে বিলে নৌকাডুবিতে একজনের মৃত্যু, নিখোঁজ ২ গাজীপুরের ম্যাপ।

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে মকশ বিলে ঘুরতে গিয়ে ডিঙি নৌকা উল্টে পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। এই সময় দুজন নিখোঁজ হয়।

 

শনিবার (২৬ জুলাই) দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি একজনের লাশ উদ্ধার করে।  

নিহত হলেন ঢাকার সাভারের শিমুলিয়া এলাকার হালিম মিয়ার ছেলে রফিকুল (১৮)।  

নিখোঁজ দুজন হলেন- কালিয়াকৈর উপজেলার সুরিচালা গ্রামের মজনু মিয়ার ছেলে শিমুল হোসেন ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান।  

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে কালিয়াকৈর মকশ বিলে একটি ডিঙি নৌকা নিয়ে পাঁচজন ঘুরতে যায়। এক পর্যায়ে বাতাসে নৌকাটি উল্টে যায়। এই সময় ওই পাঁচজন পানিতে পড়ে গেলে দুজনকে স্থানীয়রা উদ্ধার করে এবং তিনজন পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার চেষ্টা করে। শনিবার দুপুরে রফিকুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। সর্বশেষ বিকেল ৪টা পর্যন্ত নিখোঁজ দুজনের সন্ধান পাইনি ডুবুরি দল।

টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ইদ্রিস আলী জানান, নৌকা ডুবে নিখোঁজ তিনজনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্য দুজনের সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়রা জাল ফেলে উদ্ধারের চেষ্টা ও ডুবুরিদের উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।  

আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।