ঢাকা, শুক্রবার, ৮ কার্তিক ১৪৩২, ২৪ অক্টোবর ২০২৫, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

টঙ্গী থেকে ‘অপহৃত’ খতিবকে শিকলে বাঁধা অবস্থায় পাওয়া গেল পঞ্চগড়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, অক্টোবর ২৩, ২০২৫
টঙ্গী থেকে ‘অপহৃত’ খতিবকে শিকলে বাঁধা অবস্থায় পাওয়া গেল পঞ্চগড়ে হাসপাতালের শয্যায় মুফতি মহিবুল্লাহ। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: গাজীপুরের টঙ্গী পূর্ব থানার টিএনটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে ‘অপহরণের’ একদিন পর পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড এলাকা থেকে শিকলে বাঁধা ও বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে স্থানীয়রা সড়কের পাশে একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কথা বলতে পারলেও বিছানা থেকে উঠতে পারছেন না।

হাসপাতালের শয্যায় মুফতি মহিবুল্লাহ জানান, বুধবার (২২ অক্টোবর) ফজরের নামাজ শেষে হাঁটতে বের হলে একটি অ্যাম্বুলেন্সে থাকা পাঁচজন ব্যক্তি তার মুখ চেপে ধরে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। এরপর তারা তাকে বিবস্ত্র করে মারধর করে এবং নানা অমানবিক নির্যাতন চালায়।

তিনি বলেন, গত কয়েক মাস ধরে আমাকে একাধিক চিঠি দিয়ে হুমকি দেওয়া হচ্ছিল। চিন্ময় দাসের পক্ষে কথা বলা, বিএনপি-জামায়াত ও এনসিপির বিরুদ্ধে বক্তব্য দিতে বলা হয়। এমনকি কোটি টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। আমি অস্বীকৃতি জানালে প্রাণনাশের হুমকি পাই।

মুফতি মহিবুল্লাহর অভিযোগ, অপহরণকারীরা প্রমিত বাংলায় কথা বলছিল, তবে তাদের বাংলাদেশি মনে হয়নি। তারা বলেছে, একে একে সব আলেমদের ক্ষতি করবে।

পঞ্চগড় ইসলামী আন্দোলনের সহসভাপতি ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ভোরে স্থানীয়রা মুফতি মহিবুল্লাহকে বিবস্ত্র ও শিকলে বাঁধা অবস্থায় দেখতে পান। সেই শেকল দিয়ে একটি গাছে তাকে বেঁধে রাখা হয়েছিল। পরে পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নেয়। আমরা নিশ্চিত হই তিনিই টঙ্গীর খতিব মুফতি মহিবুল্লাহ। দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, রোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার আগে থেকেই মাথায় অস্ত্রোপচার হয়েছিল এবং তিনি কিডনি ও ডায়াবেটিসে আক্রান্ত। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী জানান, ভোরে ৯৯৯–এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে তার পরিচয় নিশ্চিত করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিবার টঙ্গী থানায় সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের আইনশৃঙ্খলাবাহিনী দ্রুত শনাক্ত করবে। ইতোমধ্যে এই কাজ চলমান রয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। শহরের চৌরঙ্গী মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।  

বক্তারা মুফতি মহিবুল্লাহ অপহরণ ও নির্যাতনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইসকন নিষিদ্ধের দাবি জানান।

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ