বগুড়ায় হামলায় আহত এক যুবকের মৃত্যুর গুজব ছড়িয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার পর থেকে জেলা শহরের উত্তর চেলোপাড়ার বাসিন্দারা নারুলী পশ্চিম পাড়া মহল্লার বাড়িঘরে এ হামলা চালায়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উত্তর চেলোপাড়া বটতলা এলাকায় রবিন (২৫), পিচ্চি মিয়া (২২) ও আশরাফ (২৮) নামে তিন যুবককে নারুলী পশ্চিম পাড়ার কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে বিকেল ৩টার দিকে কে বা কারা মোবাইলফোনে উত্তর চেলোপাড়ায় খবর দেয়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিন মারা গেছে। এ খবর ছড়িয়ে পড়লে উত্তর চেলোপাড়ার দুই শতাধিক নারী-পুরুষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে নারুলী পশ্চিম পাড়ায় প্রবেশ করে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ শুরু করে। এ সময় নারুলী পশ্চিম পাড়ার বাসিন্দারা বাড়িঘর ফেলে পালিয়ে যান।
খবর পেয়ে নারুলী পুলিশ ফাঁড়ি ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও বিপুলসংখ্যক হামলাকারীর মুখে তারা কার্যত অসহায় হয়ে পড়েন। হামলাকারীরা অন্তত ৩০টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। এছাড়া চারটি বাড়ির ২০টি ঘরে অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা ফিরে যাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাসুদ করিম বলেন, উত্তর চেলোপাড়ার দুই শতাধিক নারী-পুরুষ পুলিশকে একপ্রকার জিম্মি করে নারুলী পশ্চিম পাড়ায় হামলা চালিয়েছে। ধারণা করা হচ্ছে, মাদকদ্রব্য বেচাকেনার নিয়ন্ত্রণ নিয়ে হামলা ও পাল্টা হামলার এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসআরএস