ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

সারাদেশ

আমরণ অনশনে অসুস্থ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৭, আগস্ট ১৭, ২০২৫
আমরণ অনশনে অসুস্থ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী আমরণ অনশনে অসুস্থ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবিতে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ১১ জন শিক্ষার্থী।

শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টা থেকে সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী কলেজ ক্যাম্পাসে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এ আমরণ অনশন শুরু করে শিক্ষার্থীরা। বিকেলেই দুজন অসুস্থ হয়ে পড়েন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থের সংখ্যা বেড়ে ১১ জনে পৌঁছায়।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন— অর্থনীতি বিভাগের হাসান ও ওমর ফারুক, সমাজবিজ্ঞান বিভাগের রায়হান, সাদমান ও আবু সাঈদ, ব্যবস্থাপনা বিভাগের মুইজ, মাইশা, নাফিদ, আজিজ, মিলন, ইসারুল ও আলামিন।

তাদের সহপাঠীরা জানান, হাসপাতালে নেওয়ার ব্যাপারে অসুস্থ শিক্ষার্থীদের রাজি না। কারণ ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল আছেন তারা।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শাহ আলী বলেন, শিক্ষার্থীরা একের পর এক অসুস্থ হয়ে পড়ছে। এখন পর্যন্ত ১১ জন অসুস্থ হয়েছেন। আমাদের মেডিকেল টিম তাদের চিকিৎসা দিচ্ছে। স্যালাইনও দেওয়া হচ্ছে। তারপরও তারা অনশন থেকে সরে আসছে না।

এদিকে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, আমরা বেলা ১১টা থেকে গণঅনশন শুরু করেছি এবং আমরণ অনশনের ঘোষণা দিয়েছি। আগামীকাল (১৭ আগস্ট) একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আমাদের একটাই দাবি— স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন, আর তা আগামীকালই চাই।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।