ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

সারাদেশ

চাঁদপুরে পরিত্যক্ত আ. লীগ কার্যালয়ে ‘মিউজিক পার্টি’তে হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৬, আগস্ট ১৭, ২০২৫
চাঁদপুরে পরিত্যক্ত আ. লীগ কার্যালয়ে ‘মিউজিক পার্টি’তে হামলা

চাঁদপুরে জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে আয়োজিত এক ‘মিউজিক পার্টি’তে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহরের ওই কার্যালয়ে হামলা চালায় ছাত্রদলের কয়েকজন কর্মী।

আয়োজকদের দাবি, জুলাই আন্দোলনে অংশ নেওয়া কিছু ছাত্র ও জনতা একত্রিত হয়ে ওই পার্টির আয়োজন করে। এতে বাজানো হয় ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’সহ কয়েকটি গান। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ভেবে বসেন আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় কর্মীরা অবস্থান নিয়েছে। এরপর তারা অতর্কিতে হামলা চালিয়ে মিউজিক সাউন্ড সিস্টেম ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে।

হামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থী আল আমিন সায়েম আহত হন। তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া ঘটনাস্থলে আসেন। একই সময়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মাইক হাতে নিয়ে সবাইকে শান্ত করেন।

সলিমুল্লাহ সেলিম বলেন, আমি কাছেই চাঁদপুর ক্লাবে ছিলাম। আমাকে বৈষম্যবিরোধী ও বিএনপির পক্ষ থেকে ফোন করা হয়। তখন আমি দৌড়ে এসে দেখি চরম উত্তেজনা ও ভাঙচুরে ঘটনা ঘটেছে। পরে সবাইকে আওয়ামী লীগ অফিস ছেড়ে যাওয়ার নির্দেশ দিলে সবাই চলে যায়। আমি সেখানে সময়মতো না গেলে ভয়াবহ অবস্থা তৈরি হতো।

প্রত্যক্ষদর্শী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে ছাত্ররা ওই মিউজিক পার্টির আয়োজন করে। প্রথমে পুলিশ গান শুনে বাধা দিলেও পরে সরে যায়। কিন্তু ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ গান শুনে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান খান এসে বাধা দেন। তার সঙ্গে থাকা কর্মীরা ভাঙচুর চালায়।

ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান খান বলেন, তারা জয় বাংলা গান বাজানোর কারণে আমি প্রতিবাদ করেছি। গান বন্ধ করতে বলেছি, কিন্তু হামলা করিনি।

চাঁদপুর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি। আল আমিন সায়েম নামে একজন আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।