ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

সারাদেশ

নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি বিশেষ দল ষড়যন্ত্রে নেমেছে: সাবেক এমপি হাবিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, আগস্ট ১৭, ২০২৫
নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি বিশেষ দল ষড়যন্ত্রে নেমেছে: সাবেক এমপি হাবিব

সাতক্ষীরা: বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি বিশেষ দল ষড়যন্ত্রে নেমেছে। বাংলাদেশে আবারও ১/১১’র মতো পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে।

রোববার (১৭ আগস্ট) সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি এসময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপিকে টিকিয়ে রাখতে হলে তৃণমূল পর্যায়ে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। এখন থেকেই ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে।

খলিষখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ নুর আহম্মদ সভাপতিত্বে ও যুবদল নেতা মেহেদি হাসানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি।

আরও বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল হান্নান, কৃষকদল নেতা জাহাঙ্গীর মোল্লা, বিএনপি নেতা মোসলেম উদ্দীন মোল্লা, যুবদল নেতা আওয়াল মোড়ল, সিরাজুল ইসলাম প্রমুখ।

সম্মেলনে খলিষখালী ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।