ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

কক্সবাজারে ফিশিং ট্রলার থেকে সাড়ে ৪ লাখ ইয়াবাসহ ৯ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৬, আগস্ট ২৭, ২০২৫
কক্সবাজারে ফিশিং ট্রলার থেকে সাড়ে ৪ লাখ ইয়াবাসহ ৯ জন আটক আটকরা

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনায় অভিযান চালিয়ে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ ৯ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি ফিশিং ট্রলারও জব্দ করা হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে বাঁকখালী নদীর মোহনায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

আটকরা হলেন- মো. আব্বাস উদ্দিন (৪৮), মো. আবু তাহের (৪২), মো. ফিরোজ (৩৮), মো. মোস্তাক আহাম্মদ (৪০), মো. নবী হোসেন (৩৮), মো. শাহাব উদ্দিন (৫৫), মো. সেলিম (৬৮), জাফর আলম (৬৩) ও আবুল কালাম প্রকাশ কালু (৭০)। তাদের বাড়ি কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায়।

সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, টেকনাফ থেকে মাছ ধরার ট্রলারে ইয়াবার একটি বড় চালান কক্সবাজারে আসছে-এমন তথ্যের ভিত্তিতে বিজিবির সহায়তায় গোয়েন্দা নজরদারি চালানো হয়। পরে বাঁকখালী নদীর মোহনায় একটি ট্রলার থামিয়ে তল্লাশি করা হলে তেলের ড্রামের ভেতর বিশেষ কৌশলে লুকানো ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় ট্রলারটিও জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দ ট্রলারটির মালিক ও ইয়াবা চালানের মূলহোতা মো. বোরহান উদ্দিন। তার বাড়ি মহেশখালীতে এবং তিনি বর্তমানে পলাতক। আটকরা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।