খাগড়াছড়ি শহরের শান্তিনগর এলাকায় মায়ের বালিশ চাপা দিয়ে তিন বছরের শিশুপুত্রকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ আগস্ট) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মা সাবিনা ইয়াসমিন বানী (২৮) নিজেই ঘটনার পর বাড়িওয়ালাকে ডেকে বিষয়টি জানান। নিহত শিশুর বাবা মোস্তাফিজুর রহমান স্থানীয় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তাদের পরিবারে একটি মেয়ে ও একটি ছেলে ছিল।
নিহত শিশুর চাচা মো. মফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন সাবিনা ইয়াসমিন। প্রথম সন্তান জন্মের পর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠায় এবং অভিযুক্ত মাকে হেফাজতে নেয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এডি/এএটি