মাগুরা: ফরিদপুর-মাগুরা মহাসড়কে দুর্ঘটনায় মোহাম্মদ কাজী মুক্তার উদ্দিন (৭১) নামে একজন ইমাম নিহত হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে কছুন্দি বাজারে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মুক্তার উদ্দিন ভোরে নামাজ পড়ানোর জন্য বাড়ি থেকে বের হন। এ সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার সোহাগ তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা রামনগর হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এসএইচ