ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত

ডিস্ট্রিক্ট করেসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, সেপ্টেম্বর ২৯, ২০২৫
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত

মাগুরা: ফরিদপুর-মাগুরা মহাসড়কে দুর্ঘটনায় মোহাম্মদ কাজী মুক্তার উদ্দিন (৭১) নামে একজন ইমাম নিহত হয়েছেন।  

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে কছুন্দি বাজারে এই দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, মুক্তার উদ্দিন ভোরে নামাজ পড়ানোর জন্য বাড়ি থেকে বের হন। এ সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার সোহাগ তাকে মৃত ঘোষণা করেন।  

মাগুরা রামনগর হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।