ঢাকা, সোমবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বগুড়ায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আ.লীগ নেতা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৪, অক্টোবর ৫, ২০২৫
বগুড়ায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আ.লীগ নেতা ছিনতাই রাজু

বগুড়া: বগুড়ার শিবগঞ্জে একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা রেজ্জাকুল ইসলাম রাজুকে পুলিশের হাত থেকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছেন তার সমর্থকরা।

শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার চক ভোলাখাঁ গ্রামে এ ঘটনা ঘটে।

রেজ্জাকুল ইসলাম রাজু শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তার নামে চব্বিশের গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলা অভিযোগে ১২টি মামলা রয়েছে।

রাজুর বাড়ি উপজেলার চক ভোলাখাঁ গ্রামে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।  

পুলিশ জানায়, গত বছরের পাঁচ আগস্টের পর থেকে রেজ্জাকুল ইসলাম রাজু পলাতক ছিলেন। শনিবার তিনি তার বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ রাজুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে হাতে হাতকড়া পড়ায়। এসময় স্থানীয় লোকজন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে হাতকড়াসহ রাজুকে ছিনিয়ে নেন।  

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, রাজুকে আবার গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামি ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।