কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রপাতে দুই বোন ও এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামের মৃত মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৭) ও জাকিয়া বেগম (২৩)। তারা সম্পর্কে দুজন সহোদর বোন। অপর ব্যক্তি একই উপজেলার আসাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (২২)।
নিহত রাশেদুল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা যায়। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি তার।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনার সময় ওই তিনজন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের উজানচর টু কুমিল্লার হোমনা উপজেলার ভবানীপুর খেয়াঘাট পারাপারের জন্য অপেক্ষা করছিলেন। মৃতদের মধ্যে দুজন নারী ও একজন যুবক রয়েছেন।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলেন, বজ্রপাতে আহত রাশেদুল নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা করে দেখি হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।
আরএ