ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর বড় পুকুরপাড় জামে মসজিদের সামনে দুই ট্রাকের সংঘর্ষে একটি ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পৌনে ৬টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল উপজেলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন- চালক মো. আল-আমীন (২৮) এবং চালকের সহকারী মো.রাশেদ (৩০)।
স্থানীয়রা জানান, ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে পেছন থেকে আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে পেছনের ট্রাকটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হন। এতে আহত হন তার সঙ্গে থাকা আরেকজন। হাসপতালে নেওয়ার পর আহত ব্যক্তিও মারা যান। তারা দুজন ওই ট্রাকের চালক এবং তার সহকারী বলে জানা গেছে। তবে তাদের নাম ঠিকানা এখনো জানা যায়নি।
এসআই