যশোর: দুর্বৃত্তদের হামলা থেকে রক্ষা পেতে বালিভর্তি ট্রাক থেকে চালক দ্রুত নামার চেষ্টা করতে গেলে ট্রাক উল্টে রেললাইনের ওপর পড়ে। আহত হন চালক সোহাগ হোসেন (৩২)।
মঙ্গলবার (২১অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে যশোর শহরতলীর আরবপুর ধর্মতলা রেলক্রসিং এ এই দুর্ঘটনা ঘটে। চালক সোহাগ ঝিনাইদহ শহরের কাঞ্চনপুরের সাহেব আলীর ছেলে।
তিনি জানান, মঙ্গলবার ভোরে কুষ্টিয়া থেকে বালি নিয়ে সাতক্ষীরায় যাচ্ছিলেন। পথিমধ্যে ভোরে সাড়ে তিনটার দিকে যশোরের ধর্মতলায় রেলক্রসিং সিগনালে অপেক্ষা করছিলেন তিনি। এসময় ওই এলাকার আশরাফ হোসেনের ছেলে আসিফ ও আব্দুর রহিমের ছেলে হাসান তার ওপর হামলার চেষ্টা চালান।
তখন জীবন রক্ষায় আতঙ্কিত হয়ে সোহাগ ট্রাক থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রেললাইনের পাশে উল্টে যায়। এতে তিনি আহত হন এবং ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে কোতোয়ালি পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে সোহাগকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাকিরুল ইসলাম তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন।
ডাক্তার শাকিরুল ইসলাম জানান, সোহাগের ডান পায়ের গোড়ালিসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছিল। আহতকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযুক্ত দুজনকে আটকের জন্য অভিযান চলছে।
এসএইচ