ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পাবিপ্রবির লেকে ছাড়া হলো মাছের পোনা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, জুলাই ৯, ২০২৫
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পাবিপ্রবির লেকে ছাড়া হলো মাছের পোনা 

পাবনা: পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) লেকে মাছের পোনা ছাড়া হয়েছে।  

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে লেকে তেলাপিয়া মাছের তিনশ পোনা ছাড়েন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা পাবিপ্রবি শাখার সদস্যরা।

 

এসময় বসুন্ধরা শুভসংঘ পাবিপ্রবি শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক ড. আশরাফুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন পাবিপ্রবি বসুন্ধরা শুভসংঘের দপ্তর সম্পাদক আহসান উল্যা আলিফ, শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক শোভন রায়হান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিএম বিকাইল হোসেন, কার্যকরী সদস্য আহসান হাবীব আতিকসহ অনেকে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান বলেন, আমাদের লেকটা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সুন্দর আকর্ষণীয় জায়গা। এ লেকে স্থানীয় অনেকেই ঘুরতে আসেন। আবার এর পাড়ে অনেক পাখি আসে। মাছ আমাদের অন্যতম প্রধান খাদ্য। তাই আমরা বলি, আমরা মাছে-ভাতে বাঙালি। আজ আমাদের এ লেকে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে মাছের পোনা ছাড়া হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও খুব শিগগিরই মাছের পোনা ছাড়া হবে। এ মাছগুলো বড় হলে আমরা এখানে উৎসবেরও আয়োজন করতে পারি। আর বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই, এ সুন্দর আয়োজনের জন্য। আমি এর আগেও বসুন্ধরা শুভসংঘের কয়েকটা আয়োজনে ছিলাম, সেগুলোও আমার কাছে ভালো লেগেছে। আমি চাই, সবাই বিশ্ববিদ্যালয়ের কাজে এগিয়ে আসুক। সবাই বিশ্ববিদ্যালয়ের কাজে এগিয়ে এলেই বিশ্ববিদ্যালয় সুন্দর হয়ে উঠবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক ড. আশরাফুল ইসলাম বলেন, আমাদের এ সুন্দর লেকে যদি অনেক মাছ থাকে, তাহলে এ লেককে কেন্দ্র করে এখানে আলাদা একটা সংস্কৃতি তৈরি হবে। আমি স্বপ্ন দেখি, আমাদের এ লেকে অনেক মাছ থাকবে, আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা এখানে এসে মাছ ধরবে। আমি চাইবো, বসুন্ধরা শুভসংঘের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনও এ লেকে মাছ ছাড়ুক। একই সঙ্গে শিক্ষকদের যারা মাছ ধরতে পছন্দ করেন, তারাও এখানে মাছ ছাড়বেন।

বসুন্ধরা শুভসংঘ পাবিপ্রবি শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ের এ লেকটি আমাদের কাছে খুবই প্রিয় একটি জায়গা। এ লেকে প্রতিদিন বিকেলে শিক্ষার্থীদের আমরা বড়শি দিয়ে মাছ ধরতে দেখি। কিন্তু গত কয়েক বছরে এ লেকে তেমন কোনো মাছ ছাড়া হয়নি। আমরা শিক্ষার্থীদের কথা চিন্তা করে লেকে আজ মাছের পোনা ছেড়েছি।  

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।