ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজ থেকে অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল টিমের ৯ ফুটবলারকে ছাঁটাই ও জুতাপেটার হুমকিদাতা শিক্ষক জোবেদ আলী তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। এ ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
আলোচিত ঘটনাটির প্রেক্ষিতে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জরুরি বৈঠকে বসে এ সিদ্ধান্ত নেয়। বৈঠক শেষে বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন স্কুল অ্যান্ড কলেজটির অধ্যক্ষ জালাল উদ্দিন।
টানা দু’বার এএফসি অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়নশিপের গৌরব অর্জনের পর সদ্যসমাপ্ত এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বেও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। এ অর্জনের আনন্দে আগামী ১৭ সেপ্টেম্বর সানজিদা, মার্জিয়া, তহুরা ও তাসলিমাদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তারপর তাদের সামনে রয়েছে সাফ ফুটবলের চ্যাম্পিয়নশিপ ক্যাম্প।
এমন ব্যস্ততার কারণে কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের হয়ে ৪৫তম গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে খেলতে অস্বীকৃতি জানানোয় ৯ ফুটবলারকে তাদের অভিভাবকসহ ডেকে ছাঁটাইয়ের হুমকি দেন শরীরচর্চা শিক্ষক জোবেদ আলী। এমনকি তিনি ফুটবলার শিক্ষার্থীদের জুতাপেটা করে দাঁত ভেঙে দেওয়ারও হুমকি দেন।
এ ঘটনায় চারদিকে আলোচনার ঝড় ওঠে। এরই প্রেক্ষিতে বিকেলে বৈঠক ডেকে জোবেদ আলীকে বরখাস্ত এবং ৪৮ ঘণ্টার মধ্যে তার কাছে জবাব চাইলো কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬/আপডেট ১৯৫৪ ঘণ্টা
এমএএম/এইচএ/
** কলসিন্দুরের ৯ ফুটবলারকে টিসি দেওয়ার হুমকি!
** উত্যক্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করলেন বাদল
** অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের তাসলিমার বাবাকে মারধর