এ ক্যাটাগরিতে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মিনহাজ এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। আড়াই পয়েন্ট করে নিয়ে গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান দ্বিতীয় স্থানে রয়েছেন।
অপরদিকে ‘বি’ গ্রুপের তৃতীয় রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক মহিলা রানী হামিদ ও মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন, আব্দুল মোমিন, শরীয়তউল্লাহ, ভারতের সংকলন ভারতি, ফিরোজ আহমেদ, আমির হোসেন, মতিউর রহমান মামুন, টিপু সুলতান, মোহাম্মদ আমিনুল ইসলাম, শহিদুল ইসলাম ও মুস্তাকিমুল হকসহ ২৩জন খেলোয়াড় পূর্ণ তিন পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের তৃতীয় রাউন্ডের খেলায় রাকিব রাজীবের সাথে, ফাহাদ শওকত হোসেন পল্লবের সাথে, এস এম স্মরন ফিদে মাস্টার তৈয়বুর রহমানের সাথে ড্র করেন। শাকিল মোহাম্মদ শামীমকে ও আমিন নয়ন কুমার মোহন্তকে পরাজিত করেন। ‘বি’ ক্যাটাগরির খেলায় রানী হামিদ মনিরুজ্জামান মাসুদকে, শিরিন আনোয়ার হোসেন দুলালকে, মোমিন সামিহা শারমীন সিম্মীকে, শরীয়ত সোহাগ হোসেনকে, ভারতি জিয়া উদ্দিনকে, ফিরোজ মোল্লা মহিউদ্দিনকে, আমির নাসিম হোসেন ভূঁইয়াকে, মামুন বাপ্পীকে, টিপু মানিককে, আমিনুল কাজী মাহবুব আফজালকে ও মুস্তাকিম আব্দুল রশিদকে পরাজিত করেন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ১৭ জুলাই ২০১৭
এমআরপি