ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

ভারত

পি কে হালদারের পরবর্তী শুনানি ২৮ আগস্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
পি কে হালদারের পরবর্তী শুনানি ২৮ আগস্ট

কলকাতা: ভারতে বন্দি প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) ছয় অভিযুক্তকে আবার ২৮ আগস্ট আদালতে তোলা হবে।

বুধবার (২৬ জুলাই) কলকাতার নগর দায়রা আদালতের সিবিআই স্পেশাল কক্ষ-৩ এর বিচারক শুভেন্দু সাহার এজলাসে তোলা হলে দুই পক্ষের শুনানি শেষে বিচারক পরবর্তী দিন ধার্য করেছেন।

বাংলাদেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করে পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে গত বছরের ১৪ মে পশ্চিমবঙ্গের উত্তর ২৪পরগনার বৈদিক ভিলেজ থেকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপর থেকে ভারতেই জেলে বন্দি রয়েছেন তারা।

পি কে হালদারসহ তার অন্যান্য সহযোগীদের রাখা হয়েছে কলকাতার প্রেসিডেন্সি জেলে এবং তার নারী সহযোগী আমিনা সুলতানা আছেন কলকাতার আলিপুর সংশোধনাগারে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
ভিএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।