ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ভারত ভ্রমণকারী পর্যটকদের মধ্যে শীর্ষে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
ভারত ভ্রমণকারী পর্যটকদের মধ্যে শীর্ষে বাংলাদেশ

কলকাতা: বিশ্বের অন্যান্য দেশের তুলনায় চলতি বছরও সবচেয়ে বেশি বাংলাদেশি ভারত ভ্রমণে এসেছেন। শুধু তাই নয়, গত কয়েক বছর ধরে এ প্রবণতা বেড়েছে।

ভারতের সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে বিদেশি পর্যটকদের আগমনের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গত ২৭ সেপ্টেম্বর এ তথ্য প্রকাশ করা হয়েছে।

দেশটির কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতি অনুযায়ী জানা যায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ‘ফরেন টুরিস্ট অ্যারাইভালস’ (এফটিএ) অর্থাৎ বিদেশি পর্যটকের আগমন ঘটেছে প্রায় ৪৭ দশমিক ৮ লাখ। এর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এরপরই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

২০২৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সেই সংখ্যাটা ছিল ৪৩ লাখ ৮০ হাজার ২৩৯ জন। ২০১৯ সালের ওই সময় সংখ্যাটা ছিল ৫২ লাখ ৯৬ হাজার ২৫ জন। অর্থাৎ ২০২৩ সালের তুলনায় চলতি বছর বেড়েছে শতকরা ৯ দশমিক এক শতাংশ। আবার ২০১৯-এর তুলনায় কমেছে ৯ দশমিক ৮ শতাংশ।  

২০২৪ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে বিদেশি পর্যটকের আগমনের শতাংশ অনুসারে সবার শীর্ষে রয়েছে বাংলাদেশ। ওই সময়ে ২১ দশমিক ৫৫ শতাংশ বাংলাদেশি শুধুমাত্র ভারত এসেছিলেন ভ্রমণের জন্য।

এরপর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (১৭ দশমিক ৫৬ শতাংশ), যুক্তরাজ্য (৯ দশমিক ৮২ শতাংশ), কানাডা (৪ দশমিক ৫ শতাংশ) ও অস্ট্রেলিয়া (৪ দশমিক ৩২ শতাংশ)। অবকাশকালীন ছুটি ও বিনোদনের জন্যই ভারতকে বেছে নিয়েছিলেন এসব পর্যটকরা।

এর কারণে আয় হয়েছে বৈদেশিক মুদ্রা। আয়ের পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালের প্রথম ছয় মাসের সময়কাল পর্যটকদের মাথাপিছু বেশি ব্যয় করতে হয়েছে। এ সময়কালে প্রতি পর্যটক পিছু ভারতের আয় হয়েছে ১৫ দশমিক ৩৪ মার্কিন ডলার।  

২০২৩ সালে জানুয়ারি থেকে জুন সময়কালে ছিল ১৩ দশমিক ৪ ডলার। আবার ২০১৯ সালে ছিল ১৪ দশমিক ৫৩ ডলার। এর অর্থ ২০২৩ সালের তুলনায় চলতি বছরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১৭ দশমিক ৬২ শতাংশ বেশি বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ভারতের।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
ভিএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।