কলকাতা: ভারতে নিরাপত্তা বাহিনীর এক যৌথ অভিযানে ১৬ মাওবাদী (নকশাল সদস্য) নিহত হয়েছেন। সোমবার রাতে উড়িষ্যা ও ছত্তিশগড় সীমান্তে যৌথ এ অভিযান চালানো হয়।
নিহতদের মধ্যে রয়েছেন মাওবাদী নেতা জয়রাম রেড্ডি। অন্ধ্রপ্রদেশের এই মাওবাদী নেতা ছত্তিশগড়ে মাওবাদী হামলার কৌশল ঠিক করতেন। তার মাথার দাম ছিল এক কোটি টাকা। তাকে দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনী খুঁজছিল।
জয়রাম রেড্ডি বেশ কয়েকটি নামে পরিচিত ছিলেন। এর মধ্যে রয়েছে রামচন্দ্র রেড্ডি, আপ্পারাও, রামু। তবে চালাপাতি নামেই তিনি বেশি পরিচিত ছিলেন।
সীমান্ত এলাকায় ঘন জঙ্গলে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়েই সেখানে অভিযান শুরু হয়। উড়িষ্যা ও ছত্তিশগড় রাজ্য পুলিশের পাশাপাশি এ অভিযানে সহায়তা করে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ।
তবে উড়িষ্যা পুলিশ সূত্র বলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। মঙ্গলবার পুলিশ জানায়, মাওবাদীদের খোঁজে এখনো অভিযান চলছে।
নকশালবাদ দমনের লক্ষ্যে ভারতের পদক্ষেপ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডলে লেখেন, নকশালদের ওপর আরও একটি আঘাত। এটি নকশালমুক্ত ভারত গড়ার লক্ষ্যে নিরাপত্তা বাহিনীর বিপুল সফলতা। সিআরপিএফ, উড়িষ্যা ও ছত্তিশগড় পুলিশের প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
ভিএস/আরএইচ