কলকাতা: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জব্দ হওয়া স্বর্ণের ওজন তিন কেজি ৪২০ গ্রাম এবং ভারতীয় মুদ্রায় বাজার মূল্য প্রায় তিন কোটি রুপির বেশি।
সব মিলিয়ে ২৫টি স্বর্ণের বিস্কুট জব্দ করেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিএসএফ এর ১৪৩তম ব্যাটালিয়নের সদস্যরা।
বিএসএফ জানিয়েছে, এসব স্বর্ণ বাংলাদেশ থেকে ভারতে পাচার হয়েছিল। এ ঘটনায় এক ভারতীয়কে গ্রেপ্তার করেছে বাহিনী।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ওই জেলার বর্ডার আউটপোস্ট (বিওপি) বিথারিতে দায়িত্বরত সদস্যরা দেখতে পান, বিকেল ৪টা ৪৫ মিনিটে একজন সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী বিথারি ক্যাম্পের পাশ দিয়ে যাচ্ছেন। তখনই তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদ এবং পুঙ্খানুপুঙ্খু তল্লাশির পর, মোটরসাইকেলের পেট্রোল ট্যাঙ্কের নিচে একটি গর্তে কৌশলে লুকিয়ে রাখা ২৫টি স্বর্ণের বিস্কুট উদ্ধার করা হয়। তাৎক্ষণিক সেসব স্বর্ণ জব্দ এবং চোরাচালানকারীকে আটক করে পরবর্তী বিওপি বিথারিতে আনা হয়।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেন যে, তিনি উত্তর ২৪ পরগনা জেলার পদমভিলা গ্রামের বাসিন্দা এবং গত দুই মাস ধরে একজন বাংলাদেশি চোরাচালানের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। এবার তাকে বলা হয়, ওই এলাকায় বিথারি বাজারের এক অজ্ঞাত ব্যক্তি তার থেকে এসব স্বর্ণ সংগ্রহ করে নেবে। যার বিনিময়ে তিনি দেড় হাজার রুপি পেয়েছিলেন। কিন্তু পথে স্বর্ণসহ বিএসএফের হাতে ধরা পড়েন।
জব্দ করা স্বর্ণসহ গ্রেপ্তার চোরাচালানকারীকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
ভিএস/এসএএইচ