ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

ভারত

দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি নেত্রী রেখা গুপ্তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি নেত্রী রেখা গুপ্তা রেখা গুপ্তা

কলকাতা: দিল্লির মুখ্যমন্ত্রীর নাম প্রকাশ করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি নেত্রী রেখা গুপ্তা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সেই নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বিজেপির তরফে। তিনি হবেন দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক সময়ে ভারতে আর কোনও বিজেপি শাসিত রাজ্যে নারী মুখ্যমন্ত্রী নেই। রেখা গুপ্তাই হবেন বিজেপির একমাত্র নারী মুখ্যমন্ত্রী। উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন পরভেশ ভার্মা।

এবারে দিল্লির শালিমার বাগ আসন থেকে বিধায়ক পদে জয়ী হন রেখা গুপ্তা। দিল্লির বিধানসভা নির্বাচনে ২৯ হাজার ৫৯৫ ভোটে জিতেছিলেন রেখা। আম আদমি পার্টির (আপ) বন্দনা কুমারীকে হারিয়ে ছিলেন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা রেখা। তাকেই বেছে নিয়েছেন কেন্দ্র শাসিত দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী রেখাসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

বুধবার সকালে বিজেপির সর্বোচ্চ নীতিনির্ধারক মঞ্চ ‘সংসদীয় বোর্ডের’ বৈঠক হয়। তবে ওই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে নরেন্দ্র মোদি-অমিত শাহের দল কিছুই জানায়নি। ধারণা করা হচ্ছে, ওই বৈঠক থেকে মোদি-শাহ’র সবুজ সঙ্কেত পেয়েছেন রেখা।

নাম ঘোষণার পরই দলকে ধন্যবাদ জানিয়েছেন রেখা গুপ্তা। এক্সে তিনি লিখেছেন, আমার ওপর আস্থা রাখার জন্য দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানাই। দিল্লির উন্নয়নের জন্য সব কাজ করতে আমি প্রস্তুত।

প্রসঙ্গত, ২৭ বছর পরে ফের দিল্লির ক্ষমতায় ফিরেছে বিজেপি। দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জয় পেয়েছে ৪৮ আসনে। অন্যদিকে টানা ১০ বছর ক্ষমতায় থাকার পর হেরে গেছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (আপ)। তারা পেয়েছে মাত্র ২২টি আসন।

কেজরিওয়াল নিজের নয়াদিল্লি কেন্দ্রেই বিজেপি প্রার্থী পরভেশ ভার্মার কাছে হেরে গেছেন। গত ৫ ফেব্রুয়ারির গণপর্বের ১১ দিন পরে অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে রেখার নাম ঘোষণা করেছে বিজেপি শিবির।

বিজেপির সুষমা, কংগ্রেসের শীলা দীক্ষিত এবং আপের আতিশী মার্লেনার পরে দিল্লি পেল চতুর্থ নারী মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে।

বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
ভিএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।