ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

ভারত

সীমান্তের শূন্যরেখায় দেখা বাবার সঙ্গে, কেঁদে বুক ভাসালেন মেয়ে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
সীমান্তের শূন্যরেখায় দেখা বাবার সঙ্গে, কেঁদে বুক ভাসালেন মেয়ে বৃদ্ধ বাবাকে কাছে পেয়ে কেঁদে বুক ভাসালেন মেয়ে।

কলকাতা: আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষার নামে ভারত-বাংলাদেশের সীমানায় বসছে আরও কাঁটাতার। নিরাপত্তা ব্যবস্থা আরও সুনিশ্চিত রাখতে দিন-রাত অস্ত্র হাতে পাঁয়চারি করছে দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ভারতের মিডিয়ায় অতিরঞ্জিত খবর।

অপরদিকে এখন সম্পূর্ণ স্বস্তি ফেরেনি বাংলাদেশে। দুই দেশের রাজনৈতিক উত্তেজনা। দুই পাড়ের একাংশর বিদ্বেষ! এত কিছুর পরও দুই দেশের নাড়ির যোগাযোগ যে এখনো অটুট রয়েছে, সেই ছবি যেন ফুটে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এক বৃদ্ধ বাবা তার মেয়ের সঙ্গে দেখা হওয়ার দৃশ্য সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। ফেসবুকে ভাইরাল হওয়া বাবা-মেয়ের পরিচয় জানা যায়নি। তবে ভাইরাল হওয়া ভিডিও বোঝা যাচ্ছে, অনেকটা সময়ের পর দেখা হলো বাবা ও মেয়ের। বৃদ্ধ বাবা ভারতীয় নাগরিক এবং তার আদরের কন্যা বিবাহ সূত্রে বর্তমানে বাংলাদেশি।

দেখা হলো তাদের শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি-বাংলাবান্দা জিরোপয়েন্টে। যেন বাবার অনুরোধের কাছে অস্ত্র ফেলে নতজানু হলেন দুই দেশের সীমান্তরক্ষীরা। তারা মিলিয়ে দিলেন বাবা ও মেয়েকে। বাবাকে কাছে পেয়ে কেঁদে বুক ভাসালেন মেয়ে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) যৌথ উদ্যোগ এবং তাদের সম্মুখে সন্তানের সঙ্গে বাবার এই আলিঙ্গন যেন মৈত্রীরই বার্তা হিসেবে মনে করছেন সামাজিক যোগাযোগমাধ্যমের দর্শকরা।

ভারতের ভিসা সমস্যা, দুই দেশের সীমান্তে কাঁটাতারের বেড়া ইত্যাদি এসব থাকলেও বাবা ও কন্যার হৃদয়ের মধ্যে জমে থাকা ইচ্ছেকে এক করে দিলেন দুই দেশের সীমান্ত সুরক্ষায় থাকা সদস্যরা।

ফেসবুকে ভাইরাল ভিডিওতে স্বপণ কর্মকার লিখেছেন, সত্যি খুব কষ্টদায়ক। একমাত্র আদরের মেয়ে বিবাহ সূত্রে বর্তমানে বাংলাদেশে, এদিকে ভারতীয় ভিসা জটিলতার জেরে মেয়ের সঙ্গে কোনোভাবেই দেখা করা সম্ভব হচ্ছে না। এই বৃদ্ধ বাবার আবেদনে সাড়া দিয়েছে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। এই বৃদ্ধর ইচ্ছাকে সম্মান জানাতেই জিরোপয়েন্টে বাবা ও কন্যার সাক্ষাতের আয়োজন করা হয়েছে। এ ঘটনার সাক্ষী থাকল দুই দেশের শান্তিপ্রিয় মানুষ।

জাহাঙ্গীর শেখ নামে একজন লিখেছেন, এসব ভিডিও দেখে বাঁচতে ইচ্ছে হয়। কবির হোসেন লিখেছেন, সত্যিই ভাষা নেই। উজ্জ্বল কুমার মিত্র লিখেছেন, মনটা খারাপ হয়ে গেল। হৃদয় স্পর্শ করা ভিডিও ও পোস্ট।  

আজাদ আলি লিখেছেন, সত্যিকারের কিছু বলার ভাষা নেই। মো. সাহিল লিখেছেন, বাবা মেয়ের ভালোবাসার মাঝে যখন দুই দেশের সীমান্ত বাঁধা হয়ে দাঁড়িয়ে থাকে! ভিসা বন্ধ থাকায় কেউ কারো কাছে যেতে পারছে না। অবশেষে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সহায়তায় আদরের কন্যাকে এক মুহূর্তের জন্য বাবা জড়িয়ে ধরতে পারলেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
ভিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।