ঢাকা, সোমবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

ভারত

‘বাংলাদেশ ভেঙে পৃথক রাষ্ট্র গড়া’র হুমকি ভারতীয় হিন্দুত্ববাদী সংগঠনের 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
‘বাংলাদেশ ভেঙে পৃথক রাষ্ট্র গড়া’র হুমকি ভারতীয় হিন্দুত্ববাদী সংগঠনের 

কলকাতা: ‘বাংলাদেশ ভেঙে হিন্দুদের জন্য পৃথক দেশ গড়া’র হুমকি দিল পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী সংগঠন বঙ্গসেনা। তাদের দাবি, যশোর, খুলনা, ফরিদপুর, কুষ্টিয়া বরিশাল ও পটুয়াখালী— এই ছয় জেলা নিয়ে হিন্দুদের নিয়ে ‘স্বাধীন বঙ্গভূমি’ নামে একটি রাষ্ট্র গড়ে তোলা হোক।

মূলত বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দু উদ্বাস্তু এবং ভারতীয় হিন্দুত্ববাদীদের নিয়ে গঠিত সংগঠন এই বঙ্গসেনা। বুধবার (২৬ মার্চ) বাংলাদেশের স্বাধীনতা দিবসের দিন সংগঠনটি  নিজেদের ৪৩তম কাল্পনিক স্বাধীনতা দিবস পালন করে।

এর অংশ হিসেবে এদিন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের তিস্তা নদীর পাড়ের মান্দাতারী গ্রাম পঞ্চায়েতের টাকিমারিতে কেন্দ্রীয় সমাবেশ করে। তাতে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি ভারতের আসাম, নাগাল্যান্ড থেকেও কর্মী ও সমর্থকরা সম্মেলনে যোগ দেয়। সমাবেশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে বঙ্গসেনার মুখপাত্র বিমল মাঝি বলেন, ‘বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের নির্যাতন স্থায়ীভাবে বন্ধ করা ও মুক্তির একমাত্র পথ হলো পৃথক হোমল্যান্ড গঠন করা। অর্থাৎ স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র গঠন। এর বিকল্প অন্য কোনো পথ হতে পারে না। ’

তার দাবি, বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে প্রায় তিন কোটি হিন্দু ভারতে আশ্রয় নিয়েছেন। যার জেরে জমি ভারতের জমি সঙ্কুচিত হচ্ছে। বাংলাদেশের হিন্দুরা ভারতে কর্মের ওপর ভাগ বসাচ্ছে।

এর আগেও নানা সময়ে বঙ্গসেনা বঙ্গভূমি গড়ে তোলার অদ্ভুত দাবি করেছে। বিমলের দাবি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারনে আগামী দিনে আরও প্রায় দুই কোটি হিন্দু ভারতে আশ্রয় নেবে। এর কারণে ভারতের ওপর আরও চাপ বাড়বে। সে কারণেই পৃথক স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র গঠন করার ডাক দিয়েছি আমরা।

পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, এরইমধ্যে আমরা আমাদের বক্তব্য ভারত সরকারকে জানিয়েছি। এবার দিল্লিতে অবস্থিত জাতিসংঘের কার্যালয়ে যাবে বঙ্গসেনা।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ২৭ মার্চ ২০২৫
ভিএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।