বিচারপতি ভি কে জৈন জানিয়েছেন সাপের কামড়, কুকুরের কামড়, ঠাণ্ডার প্রকোপে মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে ধরা হয়ে থাকে। কিন্তু মশার কামড়ের ক্ষেত্রে মৃত্যুকে রোগ হিসেবে ধরে ভারতীয় বিমা সংস্থাগুলি।
ঘটনার সূত্রপাত হয় যখন মৌসুমি ভট্টাচার্য-এর স্বামী দেবাশিস ভট্টাচার্য-এর মশার কামড়ের ফলে ম্যালেরিয়াতে মৃত্যু হয়। এই দম্পতি ভারতের ব্যাঙ্ক অব বরদা থেকে একটি গৃহঋণ নিয়েছিলেন। বিমা করিয়েছিলেন ন্যাশনাল ইনসিওরেন্স কোম্পানি থেকে। বিমার শর্ত অনুযায়ী, দেবাশিস ভট্টাচার্য দুর্ঘটনাতে মারা গেলে তাঁর অবর্তমানে গৃহঋণ শোধ করবে ওই ইনসিওরেন্স কোম্পানি।
কিন্তু, সংস্থার তরফে টাকা দিতে অস্বীকার করা হয়। জানানো হয়, ম্যালেরিয়াতে মৃত্যু মোটেও দুর্ঘটনা নয়। এটা একপ্রকার রোগ। এর পরেই ভারতের ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করেন মৌসুমি ভট্টাচার্য। এই মামলার রায়ে এই কথা জানিয়েছেন মাননীয় বিচারপতি।
বাংলাদেশ সময়:১৪০৭ ঘণ্টা, ২ জানুয়ারি, ২০১৭
এসএস/আরআই