সোমবার (০৪ সেপ্টেম্বর) নিজ বাসভবনে মৃত্যু হয় সুলতান আহমেদের।
তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হাওড়ার উলুবেড়িয়া থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের লোকসভার সংসদ সদস্য ছিলেন সুলতান আহমেদ। এক সময় মনমোহন সিং সরকারের পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
নারদা কাণ্ডে নাম ছিলো সুলতান আহমেদের।
তৃণমূলে যোগ দেওয়ার আগে কলকাতার শিয়ালদহ অঞ্চলে এন্টালি থেকে কংগ্রেসের হয়ে দু’বারের বিধায়ক ছিলেন তিনি। পরে ১৯৯৭ সালে তৃণমূল কংগ্রেসের জন্ম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
ভিএস/জেডএস