দেয়ালে হাসছেন ফ্রেমবন্দি অমিতাভ-শাহরুখ-ঐশ্বরিয়ারা, ভোজনে ডেলিগেটরা। ছবি: বাংলানিউজ
রামোজি ফিল্ম সিটি (হায়দ্রাবাদ) ঘুরে: লাল মাটি আর পাথরের পাহাড়ি অঞ্চলে গড়ে ওঠা বিশ্বের সর্ববৃহৎ রামোজি ফিল্ম সিটিতে ঢুকে চলচ্চিত্র নির্মাণের পরিসর দেখে সবার মোহ তখনো কাটেনি। এরমধ্যে ডাক পড়লো মধ্যাহ্ন ভোজের, রেস্টুরেন্ট 'সুপারস্টারে'।
ভেতরে যেতেই, ও বাবা, সুপারস্টারে এ যে সুপারস্টারদের মিলনমেলা। কে নেই এই মেলায়! বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন, বাদশাহ শাহরুখ খান, দেবীর মতো সুন্দরী ঐশ্বরিয়া রায় থেকে শুরু করে টালিউডের অমর জুটি উত্তম কুমার, সুচিত্রা সেন কিংবা দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত, বালাকৃষ্ণান, কমল হাসানের মতো ভারতীয় চলচ্চিত্রাঙ্গনের স্বর্ণযুগের সব হার্টথ্রব তারকা!
ছবি: বাংলানিউজ" src="https://www.banglanews24.com/media/imgAll/2019March/bg/Azad2019040311395420190403122039.jpg" style="margin:5px; width:100%" />রেস্টুরেন্টের দেয়ালে ফ্রেমবন্দি এই তারকারা যেন বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টু ইন্ডিয়াকে স্বাগত জানালেন মধ্যাহ্নভোজে। কিন্তু ভোজন করবে কই, সবাই তারকাদের সঙ্গে গ্রুপ ছবি, সেলফি তুলতেই ব্যস্ত হয়ে পড়লো। কারও কারও কাছে মনে হলো, খেতে এসে এ কোন ঘোর! সাদাকালোর মিশেলে অসম্ভব সব আলোকচিত্র, ঘোর লাগাবে বৈকি!
চলচ্চিত্রের খ্যাতিমান মানুষ রামোজি রাওয়ের চিন্তাপ্রসূত ফিল্ম সিটিতে বিস্ময় অনেক। সুপারস্টার নামের রেস্টুরেন্টটি কেবল বিস্ময়ই নয়, আধুনিক ও অনন্য চিন্তার একটি চমৎকার ফসল। টেবিল-চেয়ার, সিলিং, দেয়াল সবখানেই নান্দনিকতার ছোঁয়া।