কলকাতা: পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফ হোমসে আটক ৩৮ বাংলাদেশিকে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের ফেরত পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে কলকাতাস্থিত বাংলাদেশ উপ-হাই কমিশন।
এদের মধ্যে পুরুষ ও নারীর পাশাপাশি শিশু-কিশোরও রয়েছে।
কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন হোমে আটকদের বাংলাদেশে পাঠানো সম্ভব হয়েছে।
ভারতে আটক এসব বাংলাদেশিকে পাঠাতে নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর কলকাতাস্থ উপ-হাই কমিশন তাদের ফিরে যাওয়ার জন্য প্রয়োজনীয় ট্রাভেল পারমিট ইস্যু করেছে বলে জানা গেছে।
সোমবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ উপ-হাই কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের উপস্থিতিতে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উক্ত ৩৮ জন বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
ভিএস/এইচএডি