আফগানিস্তানকে ৫০ লাখ ডোজ করোনার টিকা উপহার হিসেবে দিচ্ছে ভারত। এর আগে, বাংলাদেশ ও নেপালকে করোনার টিকা উপহার হিসেবে দিয়েছে নয়াদিল্লি।
এর পাশাপাশি আফগানিস্তানসহ আরও কয়েকটি দেশকে ভারত এই টিকা দেবে বলে ঘোষণা করেছে। ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আফগানিস্তান।
আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা বাশির নরমাল বলেছেন, যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তাদের আগে টিকা দেওয়া হবে।
জানা যায়, আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। টিকা কূটনীতির অংশ হিসেবে বিভিন্ন দেশে উপহারের টিকা পাঠাচ্ছে ভারত।
গত বৃহস্পতিবার দুপুরে ভারতের পক্ষ থেকে বাংলাদেশে উপহার হিসেবে পাঠানো ২০ লাখ করোনার টিকা গ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
বাংলাদেশ সময়: ০৪৫২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
এনটি