ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

ভারত

পোস্টাল ব্যালটে এগিয়ে তৃণমূল, খোলা হয়নি ইভিএম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, মে ২, ২০২১
পোস্টাল ব্যালটে এগিয়ে তৃণমূল, খোলা হয়নি ইভিএম

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে রোববার সকাল ৮টায়। শুরুতেই গোনা হচ্ছে পোস্টাল ব্যালট, এখনও খোলা হয়নি ইভিএম।

গণনার শুরুতে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও ঘাড়ে নিশ্বাস ফেলছে বিজেপি। বুথফেরত সমীক্ষা অনুযায়ী লড়াই চলছে হাড্ডাহাড্ডি। তবে ফলাফল কোন দিকে তা এখনই বোঝা সম্ভব নয়।

মূলত পোস্টাল ব্যালটে ভোট দেন দেশের সেনাবাহীনির সদস্য ও আমলা যারা পশ্চিমবঙ্গবাসী। এছাড়া যাদের বয়স ৮০ বছর তাদের এবার বাড়ি গিয়ে পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন।

অপরদিকে, গণনার দিন প্রথা ভাঙতে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়ি থেকে নজর রেখেছেন ভোট গণনায়। ২০১১ সালে পরিবর্তনের ডাক দিয়ে দীর্ঘ ৩৪ বছরের বাম জমানার পতন ঘটিয়েছিলেন। এরপর প্রত্যাবর্তন ঘটেছিল ২০১৬-তে। সেই দু’বারই কালীঘাটের বাড়িতে বসেই ভোটের ফলাফলে নজর রেখেছিলেন তৃণমূল সুপ্রিমো।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মে ০২, ২০২১
ভিএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।