ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

দুই দফা দাবিতে ভারত জুড়ে চলছে ব্যাংক হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
দুই দফা দাবিতে ভারত জুড়ে চলছে ব্যাংক হরতাল

আগরতলা (ত্রিপুরা): ভারতে রাষ্ট্রীয় মালিকানাধীন একাধিক ব্যাংক বেসরকারি মালিকানায় হস্তান্তরের সরকারি সিদ্ধান্ত অবিলম্বে বাতিল এবং ব্যাংকিং আইন সংশোধনী বিল-২০২১ প্রত্যাহারের দাবিতে সামনে রেখে দেশব্যাপী দুই দিন হরতাল করছেন ব্যাংক কর্মচারীরা।

ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের ডাকে এই হরতাল চলছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) হরতালের দ্বিতীয় এবং শেষ দিন।

এদিকে সারা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও হরতালের জেরে ব্যাংকের সব ধরনের কাজকর্ম বন্ধ রয়েছে।

ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য জানিয়েছেন যদি সরকার তাদের দাবি না মানে তাহলে পরবর্তী সময়ে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। তাদের এই হরতালকে সমর্থন জানিয়েছেন ভারতীয় মজদুর সংঘ এবং বিভিন্ন ট্রেড ইউনিয়ন সংগঠন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘন্টা, ডিসেম্বর, ২০২১।
এসসিএন/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।