উত্তরপ্রদেশে ভোটের আগে বিজেপিতে দেখা গেল ভাঙন। যোগী আদিত্য নাথের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন এক মন্ত্রী, সঙ্গে তিন বিধায়কও।
ভারতের সংবাদ মাধ্যম আজতক জানাচ্ছে, যোগীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন স্বামী প্রসাদ মৌর্য। তিনি যোগ দিয়েছেন অখিলেশের দলে।
স্বামী প্রসাদ মৌর্যের দাবি, বিজেপির শাসনে বঞ্চিত হয়েছেন দলিত ও কৃষকরা।
রাজ্যপাল আনন্দিবেন পটলেকে পদত্যাগপত্রে স্বামী প্রসাদ মৌর্য লিখেছেন, ভিন্ন মতাদর্শের হলেও যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় মন দিয়ে কাজ করেছি। কিন্তু দলিত, অনগ্রসর সম্প্রদায়,কৃষক, বেকার ও ছোট ছোট ব্যবসায়ীদের শোষণ আর মেনে নিতে পাচ্ছি না। আমি ইস্তফা দিচ্ছি।
এছাড়া তিন বিজেপি বিধায়ক পদত্যাগ করার পর দল ছাড়ার ঘোষণা দিয়েছেন আরও দুজন।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
নিউজ ডেস্ক