ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ত্রিপুরায় পিঠে-পুলি উৎসবে মুখর সংক্রান্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
ত্রিপুরায় পিঠে-পুলি উৎসবে মুখর সংক্রান্তি মকর সংক্রান্তিতে চাকমা ঘাট এলাকায় পুণ্যস্নান করছেন সনাতন ধর্মবলম্বী নারীরা

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্য জুড়ে শুক্রবার (১৪ জানুয়ারি) উদযাপিত হচ্ছে মকর সংক্রান্তি। এটি মূলত পিঠেপুলির উৎসব হিসেবেই সবার কাছে পরিচিত।

কারণ এই উৎসব উপলক্ষে প্রতিটি ঘরে তৈরি হয় পিঠে-পুলি। গ্রামীণ নারীরা এই উৎসব উপলক্ষে বাড়ির উঠানে আলপনা দিয়ে থাকেন।

এদিকে মকর সংক্রান্তি উপলক্ষে এদিন সকালে বের হয় নগর কীর্তন। রাজ্যের বিভিন্ন জায়গায় উৎসব ও মেলার আয়োজন করা হয়েছে। সবচেয়ে বড় মেলা হচ্ছে গোমতী জেলার অমরপুর এলাকায় গোমতী নদীর তীরে তীর্থ মুখে এবং খোয়াই জেলার চাকমা ঘাট এলাকার নদীর তীরে।

এসব মেলায় হাজার হাজার মানুষের ভিড় হয়। সনাতন ধর্মবলম্বীরা নদীর পানিতে পুণ্যস্নান করে পূজার্চনা করে থাকেন। সনাতন জনজাতি সম্প্রদায়ের মানুষ এদিনে পিতৃ পুরুষের উদ্দেশ্যে তর্পণ এবং অস্তি বিসর্জন করেন।

কিন্তু এবছর করোনা মহামারির জন্য এসব ধর্মীয় স্থানে পূজার্চনা এবং উৎসবের আয়োজন করা হলেও মেলার অনুমতি দেয়নি প্রশাসন। মানুষ কোভিড বিধি মেনে পূজার্চনা করছেন। তবে অন্যান্য বছরের তুলনায় এই জায়গাগুলিতে জনসমাগম বেশ কম।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘন্টা, ১৪ জানুয়ারি ২০২২
এসসিএন/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।