ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ভারত

দাবি যৌতুক, জামাইকে গাছে বেঁধে পিটুনি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, জানুয়ারি ১৫, ২০২২
দাবি যৌতুক, জামাইকে গাছে বেঁধে পিটুনি 

আমরা জানি, জামাইয়ের জন্য শ্বশুর বাড়ি মধুর হাড়ি। তবে এবার যৌতুক চাওয়ায় জামাইকে উচিত শিক্ষা দিলেন শ্বশুর।

বাড়িতে ডেকে এনে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পিটুনির অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে।  

জানা গেছে, যৌতুকের দাবিতে মেয়ের ওপর প্রায়ই অত্যাচার করতেন এই জামাই। সে কারণেই জামাইকে উত্তম-মধ্যম দেওয়ার সিদ্ধান্ত নেন শ্বশুর। সিদ্ধান্ত অনুযায়ী বাড়িতে ডেনে আনা হয়। এরপর হাত-পা বেঁধে বেধড়ক পিটুনি দেয় শ্বশুরবাড়ির লোকজন। পরে পুলিশ গিয়ে পিটুনির শিকার ওই যুবককে উদ্ধার করে।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন শ্বশুর। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দেগঙ্গা এলাকায়।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।