ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

দিল্লিতে গণধর্ষিতার মাথা মুড়িয়ে কালি মাখিয়ে উল্লাস, গ্রেফতার ৭ নারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
দিল্লিতে গণধর্ষিতার মাথা মুড়িয়ে কালি মাখিয়ে উল্লাস, গ্রেফতার ৭ নারী

ভারতের প্রজাতন্ত্র দিবসে পূর্ব দিল্লির কস্তুরবা নগরে গণধর্ষণের শিকার হন এক তরুণী। এরপর তার চুল কেটে, মুখে কালি মাখিয়ে প্রকাশ্য রাস্তায় ঘোরানো হয়।

ঘটনার তদন্তে নেমে ৭ নারীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এছাড়া দুই অপ্রাপ্তবয়স্ককেও আটক করা হয়েছে।

দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালের টুইট করা ভিডিয়োয় এই ঘটনার কথা জানাজানি হয়। স্বাতী দিল্লি পুলিশকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছিলেন।

মোবাইল ভিডিয়ো ও সিসিটিভি ফুটেজ দেখে আরও ১০ থেকে ১৫ জনকে চিহ্নিত করা হয়েছে। যে কোনও মুহূর্তে তারা গ্রেফতার হতে পারে।

প্রজাতন্ত্র দিবসের দিন পূর্ব দিল্লির কস্তুরবা নগরে ওই তরুণীকে অপহরণ করে গণধর্ষণ ও বেধড়ক মারধর করা হয়। এরপর তাকে জুতার মালা পরিয়ে রাস্তায় টেনেহিঁচড়ে ঘোরানোর অভিযোগ ওঠে কয়েক জন নারীর বিরুদ্ধে।  

ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ওই তরুণীকে নিয়ে রাস্তায় উল্লাস করছেন কিছু নারী।

জানা গেছে, ওই তরুণীর সঙ্গে এক যুবকের প্রেম ছিল। কোনো এক কারণে ওই যুবক আত্মহত্যা করেন। এরপর ওই তরুণীকে অপহরণ করেন যুবকের চাচা। এরপর গণধর্ষণের ঘটনা ঘটে। তার ওপর চড়াও হোন ওই যবকের প্রতিবেশী নারীরা। সূত্র: আনন্দবাজার পত্রিকা

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।