ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

বিশ্ব রেডিওগ্রাফি দিবসে আগরতলায় পদযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
বিশ্ব রেডিওগ্রাফি দিবসে আগরতলায় পদযাত্রা

আগরতলা, (ত্রিপুরা): ৮ নভেম্বর দিনটিকে বিশ্ব রেডিওগ্রাফি দিবস হিসেবে উদযাপন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি মঙ্গলবার (৮ নভেম্বর) আগরতলাতেও এই দিনটি উদযাপন করা হয়।

 

এবছরের এই দিবসের থিম ‌‘রেডিওলজিস্ট ও রেডিওগ্রাফার রোগীর শুশ্রুষার দিকে নজর রাখে’।  ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফার অ্যান্ড রেডিওলজিস্টের ত্রিপুরা শাখার উদ্যোগে এদিন এক পদযাত্রার আয়োজন করা হয়।  

পদযাত্রাটি রাজধানী আগরতলার রবীন্দ্রশত বার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। পদযাত্রায় উপস্থিত রেডিওলজি বিভাগের প্রধান ডা. অসীম দে পতাকা নেড়ে এই পদযাত্রা সূচনা করেন।  

এদিনের তাৎপর্য তুলে ধরতে গিয়ে বলেন, জার্মানির বিখ্যাত গবেষক স্যার উইলিয়াম রঞ্জক এক্স রশ্মীর আবিষ্কার করেছিলেন। এরপর থেকে চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী পরিবর্তন এসেছে। এই আবিষ্কারের সুবিধা সারা বিশ্বের মানুষ এখনো ভোগ করছেন।

এই শোভাযাত্রায় চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।