চীনে ক্রমেই বাড়ছে মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। গত আগস্ট পর্যন্ত চীনে মোট মোবাইল ফোন গ্রাহক সংখ্যা বেড়ে ১১৩ কোটি হয়েছে।
চীনের ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির ভাইস মিনিস্টার ইয়াং জুশেন জানান, এ বছরের জুন পর্যন্ত চীনের মোট ফোন ব্যবহারকারীর সংখ্যা ১১১ কোটি। যার মধ্যে মোবাইল গ্রাহক সংখ্যা ছিল ৮০ কোটি ৫০ লাখ। আর ফিক্সড ফোন গ্রাহক সংখ্যা ছিল ৩০ কোটি ৫০ লাখ।
ফোন গ্রাহক সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও। ইয়ং জুশেন জানান, গত জুন পর্যন্ত চীনের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪২ কোটি। আর ইন্টারনেট ঘনত্বের হার ছিল শতকরা ৩১.৮ ভাগ।
অন্যদিকে সফটওয়্যার খাতে গত জুন-জুলাই সময়ে তাদের আয় ছিল ৭২ হাজার ৩১০ কোটি ইয়েন। সব মিলিয়ে তথ্যপ্রযুক্তি খাতে চীনে ব্যবহারকারীর সংখ্যা এবং এ খাত থেকে তাদের জাতীয় আয় তুলনামূলক হারে বেড়েছে।
বাংলাদেশ স্থানীয় সময় ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০