মহান বিজয় দিবস উপলক্ষ্যে মিরপুর কম্পিউটার সমিতি (এমসিএস) আয়োজন করেছে ১৫ দিনের কম্পিউটার মেলা।
রাজধানীর মিরপুর ১০’এর শাহআলী প্লাজায় ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
তথ্যপ্রযুক্তি ব্যক্তিত্ব মোস্তাফা জব্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানকি উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাহআলী প্লাজার সভাপতি শাহজাহান মিয়া।
মিরপুর কম্পিউটার সমিতির সভাপতি, জিয়াউল খানের সভাপতিত্বে এবং শিশু সাহিত্যিক জসিম উদ্দিন জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আকবর হোসেন ও সাংগঠনিক সম্পাদক পারভেজ আহম্মেদ বক্তব্যে মেলার সার্বিক দিক তুলে ধরেন। “ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে তাদেরকে উৎসর্গ করা হয় মেলায়।
বক্তারা জানান, প্রযুক্তির ব্যবহার এবং ডিজিটাল সেবা সম্প্রসারণের লক্ষে মেলার আয়োজন করেছে এমসিএস।
আগত, দর্শনার্থীরা মেলায় বিনামূল্যে প্রবেশ করতে পারবে। প্রতিটি পণ্য ক্রয়ে থাকছে ২০ ভাগ ছাড়।
এছাড়া নির্দিষ্ট পণ্যে রয়েছে ৠাফেল ড্র সহ আকর্ষণীয় পুরস্কার।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪