ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটি প্রতিমন্ত্রীর সাথে ই-ক্যাব প্রতিনিধিদের সাক্ষাৎ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
আইসিটি প্রতিমন্ত্রীর সাথে ই-ক্যাব প্রতিনিধিদের সাক্ষাৎ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে সাক্ষাত করেছেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।

বুধবার ঢাকার আগাঁরগাওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাতকালে সংক্ষিপ্ত আলোচনা হয়।



এসময়  আইসিটি প্রতিমন্ত্রীকে ই-ক্যাব প্রতিনিধিরা বাংলাদেশের ই-কমার্স খাতের সম্ভাবনা, বিরাজমান সমস্যা  সম্পর্কে অবহিত করেন। এছাড়া বাংলাদেশের ই-কমার্স সেক্টরের উন্নয়নে অদূর ভবিষ্যতে আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে ই-ক্যাব যৌথভাবে বেশকিছু কর্মসূচি গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী  এসব বিষয়ে তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

একইসঙ্গে  ই-কমার্স খাতের জন্যে একটি সুস্পষ্ট নীতিমালা তৈরি , ই-কমার্স খাতকে কিভাবে আরো এগিয়ে নেয়া যায় সে ব্যাপারে আলোচনা করেন এবং দিক নির্দেশনা প্রদান করেন প্রতিমন্ত্রী।  

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি রাজিব আহমেদের নেতৃত্বে  প্রতিনিধি দলটিতে  ছিলেন- সাধারণ সম্পাদক  মোঃ আব্দুল ওয়াহেদ তমাল, যুগ্ম-সম্পাদক মীর শাহেদ আলী, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক,  ডিরেক্টর (গভর্ণমেন্ট অ্যাফেয়ার্স) রেজওয়ানুল হক জামী,  ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স) সেজান সামস,  ডিরেক্টর (ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) মোঃ সুমন হাওলাদার, এবং ডিরেক্টর (কমিউনিকেশনস) আসিফ আহনাফ এবং নির্বাহী পরিচালক ফেরদৌস হাসান সোহাগ।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।