ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভোলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
ভোলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তির সর্বচ্চো ব্যবহার, করতে পারে দারিদ্র বিমোচন- এ স্লোগান নিয়ে ভোলায় তিনদিনের ডিজিটাল মেলা শুরু হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ওবায়দুল হক মহাবিদ্যালয় মাঠে জেলা প্রশাসন আয়োজিত এ মেলার উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা।

এ সময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার।

এতে বিশেষ অতিথি ছিলেন ভোলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুজ্জামান, ওবায়দুল হক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নওশেদ আলম, ভোলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, অধ্যক্ষ এম ফারুকুর রহমান, দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, বিজেপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও আয়োজক কমিটির সম্পাদক অমিতাভ অপু প্রমুখ।

মেলায় শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও বিজ্ঞান ক্লাবসহ ২০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ক্ষুদে বিজ্ঞানীরা তাদের তৈরি প্রজেক্ট প্রদর্শন করছে।

প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত  সবার জন্য মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। ২৪ ফেব্রুয়ারি পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলা শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।