ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বইমেলায় জ্ঞানকোষ প্রকাশনীর তথ্যপ্রযুক্তি বিষয়ক বই

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
বইমেলায় জ্ঞানকোষ প্রকাশনীর তথ্যপ্রযুক্তি বিষয়ক বই

ঢাকা: সৃজনশীল বইয়ের পাশাপাশি এবারের বইমেলায় তথ্যপ্রযুক্তি বিষয়ক বই প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী।

বুকবিডির রচনা ও সম্পাদনায় জ্ঞানকোষের স্টলে পাওয়া যাচ্ছে ইকর্মাস, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, অ্যাডভান্সড মাইক্রোসফট এক্সেল ২০১৩, মাইক্রোসফট এক্সেস ২০১৩ বইগুলো।



ইন্টারনেট ভিত্তিক ব্যবসা-বাণিজ্য এবং উদ্যোক্তা হতে সহায়তা করবে ইকর্মাস বইটি। এছাড়া ওয়েবসাইট তৈরিতেও সহায়ক হবে বইটি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা মাথায় রেখেও বইটি লেখা হয়েছে।

অ্যাডভান্সড মাইক্রোসফট এক্সেল বইটিতে বেসিক থেকে প্রফেশনাল বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করা হয়েছে। বইটিতে রয়েছে ওয়ার্কশিট ডিজাইন ফর্মূলা এবং ফাংশন তৈরি, ডাটাবেজ ম্যানেজমেন্ট। এছাড়াও এতে ১০টি বাস্তবধর্মী এক্সেল প্রজেক্ট দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।