ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাইক্রোসফটের দিতীয় সুলভ মূল্যের হ্যান্ডসেট ‘লুমিয়া ৪৩০’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
মাইক্রোসফটের দিতীয় সুলভ মূল্যের হ্যান্ডসেট ‘লুমিয়া ৪৩০’

ডুয়্যাল সিমের নতুন লুমিয়া হ্যান্ডসেটের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। লুমিয়া ৪৩০ মডেলটির মূল্য সাশ্রয়ী হওয়ায় এটি প্রচুর সংখ্যক ক্রেতাদের আকৃষ্ট করতে সক্ষম হবে দাবি প্রতিষ্ঠানের।

তবে দাম সস্তা বলে অনেকেই ভাবতে পারে পণ্যটিতে নির্বাচিত বৈশিষ্ট্যগুলো নিম্নমানের। আসলে তেমনটা নয় এতে বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের একত্রীকরণে সামঞ্জস্যতা আনা হয়েছে।

তথ্য মতে, হ্যান্ডসেটটি স্পষ্টত ৪৩৫ এর মতো না হলেও এর অভ্যন্তরে যেগুলো রয়েছে তা প্রায় ৪৩৫ এর অনুরুপ। এর ৪ ইঞ্চির এলসিডি ডিসপ্লেতে পিক্সেল রেজ্যুলেশন ৮০০ বাই ৪৮০, ভেতরে ১.২ গিগাহার্জ কোয়ালকম স্ন্যাপড্রাগন ডুয়্যাল কোর প্রসেসর সাথে ১ জিবি ৠাম, ৮ জিবি ইন্টারনাল মেমোরি যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানোর সুবিধাতো থাকছেই।

এছাড়া ক্যামেরা পার্টটি ফিক্সড ফোকাস ২ এমপি প্রাইমারি সহ ভিজিএ ফ্রন্ট ফেসিং সেন্সর দিয়ে গঠিত। বিনোদনের জন্য আছে প্রচলিত রেডিও, সংযোগ সুবিধায় থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ ৪.০ এবং যুক্ত ১৫০০ এমএ্এইচ ব্যাটারি যা লুমিয়া ৪৩৫ এর ১৫৬০ ‌এমএএইচ‘র সাথে তুলনা করলে কম।

উইন্ডোজ ফোন ৮.১ যুক্ত লুমিয়া ৪৩০’এ লেটেস্ট উইন্ডোজ ১০ ব্যবহারের সুযোগ মিলবে এ বছর পর। অফিস, স্কাইপে এবং ৩০ জিবি ওয়ানড্রাইভ স্টোরেজ সুবিধাও থাকছে এতে।

এদিকে বাজেট রেঞ্জের হ্যান্ডসেটে মানুষের ঝোঁক না কমায় সফটওয্যার জায়ান্ট প্রায় কিছু সময় বিরতিতে নতুন স্মার্টফোন নিয়ে হাজির হবে বলে ধারণা করছে বাজার বিশ্লেষকরা। প্রতিষ্ঠানটি হয়ত উপলব্ধি করছে সেখানে সবসময় আরো একটির জন্য যায়গা পড়ে আছে।

যে কারণে লুমিয়া ৪৩০ এর ঘোষণা।

অন্যান্য তথ্য মতে, সামান্য কিছু সুবিধা বাদে এ পণ্যটির কার্যক্ষমতা ঠিক বেশি দামের লুমিয়া ৪৩৫ এর মতো।

তাই এ পণ্যটি উপভোগ্য বটে। ধারণা করা হচ্ছে, নিম্নমানের প্লাস্টিকের গঠন উপাদান আর কম ব্যাটারি যোগে আসায় পণ্যটির দাম সস্তা।

লুমিয়া ৪৩০’এ অন্যান্য মূল্য সংযোজনের আগে নির্মাতা প্রতিষ্ঠানের অফারকৃত মূল্য ৭০ ডলার যা রুপিয়ে প্রায় ৪ হাজার ৩৭৭ আর টাকায় পড়বে প্রায় সাড়ে ৫ হাজার।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।