ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রানীনগর-আত্রাইয়ে ওয়াইফাই ফ্রি ইন্টারনেট সেবা চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
রানীনগর-আত্রাইয়ে ওয়াইফাই ফ্রি ইন্টারনেট সেবা চালু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: স্বাধীনতা দিবস উপলক্ষে নওগাঁর রানীনগর ও আত্রাইয়ে ওয়াইফাই ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে রানীনগর রেল স্টেশন চত্বরে আনুষ্ঠানিকভাবে ডিভাইসগুলোর উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন-স্থানীয় সংসদ সদস্য মো. ইসরাফিল আলম।

এ সময় এমপি বলেন- প্রধান মন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তার এলাকায় এ ধরনের কার্যক্রম হাতে নিয়েছেন তিনি। পর্যায়ক্রমে রানীনগর ও আত্রাই উপজেলার গুরুত্বপূর্ণ স্থান, বিভিন্ন প্রতিষ্ঠান ও হাট-বাজারে ওয়াইফাই ফ্রি ইন্টারনেট সেবা চালু করবেন বলে জানান।

তিনি বলেন, উপজেলা পর্যায়ে এই প্রথম ওয়াইফাই ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হলো।
ওয়াইফাই ডিভাইস দু’টির একটি রানীনগর রেল স্টেশন ও অন্যটি আত্রাই রেল স্টেশনে স্থাপন করে সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত করা হয়।  

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহীদুল্লা মিয়া, আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম, হাসানূজ্জামান হাসান, ফরিদা পারভীন, আসাদ্দুজ্জামান পিন্টু, রানীনগর মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল চন্দন কুমার মহন্ত, প্রেসক্লাবের সভাপতি অরুন বোস প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।