ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাধ্যের মধ্যে এইচপি’র বিজনেস নোটবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
সাধ্যের মধ্যে এইচপি’র বিজনেস নোটবুক

দাপ্তরিক কাজে সহায়ক এইচপি ব্র্যান্ডের একটি পোর্টেবল পিসি দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। বিজনেস ক্লাসের এই কর্পোরেট নোটবুকটি চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর আই ৫ প্রসেসর এবং এইচডি গ্রাফিক্স সমন্বিত।

এইচপি প্রোবুক ৪৪০ জি২ মডেলটির পর্দার আকার ১৪ ইঞ্চি।

ল্যাপটপটি ১.৭ গিগাহার্ডজ গতিতে কাজ সম্পাদনে সক্ষম। এতে রয়েছে ৪জিবি ৠাম এবং ৭৫০জিবি হার্ডডিস্ক।

হালকা গড়ন ও মসৃন অবয়বের টেকসই পিসিটির বিশেষ নিরাপত্তায় রয়েছে ফিঙ্গার প্রিন্ট রিডার যার মাধ্যমে আঙুলের ছোঁয়ায় পিসি লক ও আনলক করা যায়।

৬৪ বিট আর্কিটেকচারের যে কোনো অপারেটিং সিস্টেমে এটি সঞ্চালন করা যায়। এর কি-বোর্ডটি পানি প্রতিরোধক্ষম এবং টাচ প্যাডে রয়েছে স্ক্রল জোন ও অতিরিক্ত ১০টি টাচ স্ক্রিন পয়েন্ট।

আর ওয়েবক্যাম, ডিভিডি, ব্লু-টুথ, ইউএসবি, এইচডিএমআই পোর্ট সহ দরকারি সব সুবিধাতো আছেই।

৪ সেলের লিথিয়াম আয়ন ব্যাটারি থাকায় ল্যাপটপটির ব্যাকআপ সময় ৩ ঘণ্টার বেশি।

এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ এইচপি প্রোবুক ৪৪০ জি২ নোটবুকের সঙ্গে থাকাছে একটি ব্যাকপ্যাক, দাম ৫১ হাজার টাকা।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এসজেডএম        

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।