ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এ মাসেই ‘আইওএস’এ হোয়াটসঅ্যাপ ভয়েস কলিং

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এ মাসেই ‘আইওএস’এ হোয়াটসঅ্যাপ ভয়েস কলিং

আইওএস প্লাটফর্মে এ মাসেই আসছে হোয়াটসঅ্যাপ ভয়েস কলিং সুবিধা, একইসাথে এও ধারণা করা হচ্ছে এর অল্প কিছুদিন পর উইন্ডোজ ফোনেও পৌছবে বহু প্রত্যাশার ফিচারটি।

হোয়াটসঅ্যাপ সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাকটন অবশেষে আইওএস পণ্যের জন্য নতুন এ চমকের খবরটি প্রকাশ করে।

সম্প্রতি এক ঘোষণায় তিনি আইওএস’এ নতুন ভয়েস কলিং ফিচার আসছে বলে নিশ্চিত করেন। যদিও সুবিধাটি এক প্লাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে বিলম্বে আসছে।

তবে এটি ডেস্কটপ ওয়েব অ্যাপ সক্ষম নয় এমন খবর ইতিমধ্যে ব্যবহারকারীদের কিছুটা নিরাশ করেছে।

বলা হচ্ছে, হোয়াটসঅ্যাপের এই কর্ম-পন্থা আবারও বেশ স্পষ্ট করল প্লাটফর্মের সীমাবদ্ধতার দিকটি।

যেটাই হোক ফিচারটির অপেক্ষায় রয়েছে অসংখ্য ব্যবহারকারী তাই এতে যে সুবিধায় থাকুক তাতেই খুশি থাকা উচিত বলে মনে করছে অনেকেই।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।