ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশ, ইউরোপের আইটি কোম্পানির বিটুবি ম্যাচমেকিং বৈঠক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
বাংলাদেশ, ইউরোপের আইটি কোম্পানির বিটুবি ম্যাচমেকিং বৈঠক ছবি: সংগৃহীত

ইউরোপের বাজারে বাংলাদেশি সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার প্রসারে নেদারল্যান্ডস ট্রাস্ট ফান্ড (এনটিএফ)-৩ বাংলাদেশ প্রকল্পের আওতায় রাজধানীতে দিনব্যাপী বিজনেস টু বিজনেস (বিটুবি) বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত এ প্রোগ্রামে যুক্তরাজ্যের ৪টি ও ডেনমার্কের ১টি আইটি কোম্পানির সঙ্গে বেসিসের ২২টি সদস্য কোম্পানি মোট ৫০টি বৈঠক করে।



মঙ্গলবার বেসিস সভাকক্ষে অনুষ্ঠিত বিজনেস টু বিজনেস বৈঠকের সহযোগিতায় ছিলো নেদারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিবিআই, জাতিসংঘের ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

সংশ্লিষ্টদের প্রত্যাশা এ বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে ইউরোপের বিনিয়োগ বাড়বে এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হবে।

এ বিষয়ে বেসিস সভাপতি শামীম আহসান বলেন, তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক বাজারে বাংলাদেশকে তুলে ধরতে দেশে ও দেশের বাইরে নিয়মিত বিটুবি ম্যাচমেকিং, সেমিনার, সম্মেলনের আয়োজন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ইউরোপের ৫টি কোম্পানি বাংলাদেশে এসেছে তাদের যোগ্য কোম্পানি খুঁজে নিতে। আশাকরি এর মাধ্যমে দ্বি-পাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও সুদৃড় হবে এবং বিনিয়োগ সম্ভাবনা বাড়বে।

এনটিএফ-৩ বাংলাদেশ প্রকল্পের জাতীয় প্রকল্প সমন্বয়ক মো. মাহফুজুল কাদের বলেন, এনটিএফ-৩ প্রকল্পের আওতায় আগামী ২০১৭ সালের মাঝামাঝি পর্যন্ত ইউরোপ ও বাংলাদেশে আরও বিটুবি প্রোগ্রাম আয়োজন করা হবে। বাংলাদেশ তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার রফতানি বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ সম্ভাবনা বাড়ানোই এই আয়োজনের মূল লক্ষ্য ছিল। এর মাধ্যমে অসংখ্য যুবকর্মসংস্থান, বিশেষ করে নারীদের তথ্যপ্রযুক্তিতে কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।