ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডেভলপার সম্মেলনে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ‘এম’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মে ৭, ২০১৫
ডেভলপার সম্মেলনে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ‘এম’

আসছে ২৮ মে গুগলের আই/ও সম্মেলনে আত্মপ্রকাশ করতে যাচ্ছে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ‘এম’। যদিও আসন্ন সংস্করণটির ব্যাপারে আগেই‌ কিছু বলার ইচ্ছা ছিলনা গুগলের তা সত্বেও ভুলক্রমে আই/ও ২০১৫ এর চুড়ান্ত সময়সূচির পাশাপাশি সংস্করণটির সংক্ষিপ্ত কিছু তথ্য উপস্থ‍াপিত হয়।

যেখানে পোষ্ট দেয়া হয় আই/ও ইভেন্টের একটি সেশান ‘অ্যান্ড্রয়েড ফর ওয়ার্ক’।

তথ্য মতে, সব ধরনের কর্মক্ষেত্রের উপযোগী করে তৈরি এ পণ্যটি ব্যবহারকারীদের যেকাউকে আকর্ষন করতে পারবে।

অবশ্য খুব তাড়াতাড়ি সেটা নামিয়েও নেয়া হয়।  

ফলে বিভিন্ন প্রতিবেদনে হেডলাইন করা হয় অ্যান্ড্রয়েড ‘এম’ উন্মোচন নিয়ে।

উল্লেখ্য, গত বছর একই ইভেন্টে অ্যান্ড্রয়েড ‘এল’ হিসেবে প্রিভিউ দেখানো হয়েছিল। পরবর্তীতে যা আনুষ্ঠানিকভাবে ‘ললিপপ’ বলে পরিচিতি পায়। অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ ভার্সনটি বর্তমানে কমকরেও ১০ ভাগ ডিভাইসে রয়েছে।

‌যেহেতু বিস্তারিত তথ্য এখন অনুপস্থিত তাই আই/ও ইভেন্টে উপস্থিতদের সামনে গুগল তাদের নতুন ভার্সনটি সম্পর্কে ভালভাবে জানাবে।
অবশ্য, গত বছর আই/ও সমাপ্তের প্রায় তিন মাস পর ‘এল’কে আনুষ্ঠানিক ললিপপ নাম দেয়া হয়।

এদিকে কিটক্যাট সংস্করণটির কথা টেনে এখন ‘এম’ নিয়ে অনেকেরই মনে প্রশ্ন যে গুগল এবার কোন চকোলেট কোম্পানির সাথে যোগ দিচ্ছে।

পুরোটা জানতে এখন অপেক্ষা করতে হবে সান ফ্রানসিসকোয় অনুষ্ঠেয় ২৮-২৯ দুই দিনব্যাপী গুগল ডেভলোপার সম্মেলনে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মে ০৭, ২০১৫
এসজেডেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।