ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডেল ইন্সপায়রন গেমিং ল্যাপটপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, মে ১৯, ২০১৫
ডেল ইন্সপায়রন গেমিং ল্যাপটপ

গেমারদের জন্য দূর্দান্ত গতির নতুন গেমিং ল্যাপপট বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ডেল ইন্সপায়রন সিরিজের ৭৪৪৭ মডেলের এই ল্যাপটপটিতে রয়েছে ৪ জিবি ডিডিআরথ্রি গ্রাফিক্স সমন্বিত এনভিডিয়া জি ফোর্স জিটিএক্স ৮৫০এম গ্রাফিক্স, ৩.৫ গিগাহার্জ গতির ইন্টেলের চতুর্থ প্রজন্মের কোর আই সেভেন প্রসেসর, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৬০০ মেগাহার্ডজ গতির ৮জিবি ডিডিআরথ্রি ৠাম।



১৪ ইঞ্চি প্রশস্ত পর্দার এই ল্যাপটপটি অ্যান্টিগ্লেয়ার হওয়ায় আলোর প্রতিফলন হয় না। ডেলের নতুন এই মডেলটিতে আরও আছে ওয়াইড স্ক্রিন এইচডি ক্যামেরা, স্পিকার, সাবওফার, ডিভিডি রাইটার, ব্লু-টুথ ৪.০ (ওয়াইডাই), ইউএসবি ৩ পোর্ট ও এইচডিএমআই পোর্ট।

এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির মূল্য ৭৬ হাজার ৫০০ টাকা। সঙ্গে বাড়তি পাওয়া যাবে একটি ক্যারি কেস।

বাংআদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।