ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অনলাইন ফটোস্টোর-শেয়ারিং চালু করছে গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, মে ২২, ২০১৫
অনলাইন ফটোস্টোর-শেয়ারিং চালু করছে গুগল

ঢাকা: অনলাইন ফটোশেয়ারিং সার্ভিস চালু করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল। শুধু তাই-ই নয়, অনলাইনে ছবি স্টোর করার ব্যবস্থাও চালু করতে যাচ্ছে সংস্থাটি।



গুগল প্লাসে যে ছবি স্টোর করার ব্যবস্থা আছে, তার বাইরেই অনলাইন ছবি শেয়ারিং ও স্টোর করার সার্ভিস চালু করতে যাচ্ছে বলে জানা গেছে।

মে মাসের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে গুগলের বার্ষিক সফটওয়্যার ডেভেলপার্স কনফারেন্স অনুষ্ঠিত হবে। এই কনফারেন্সেই গুগল তার অনলাইন ছবি শেয়ারিং ও স্টোর সার্ভিস চালুর ঘোষণা দেবে।

গুগলের এই পরিসেবার মাধ্যমে জনপ্রিয় সামাজিক সাইট ফেসবুক ও মাইক্রোব্লগিং সাইট টুইটারেও ছবি শেয়ার করতে পারবেন, এই সার্ভিসের অ্যাকাউন্টধারীরা।

সামাজিক মিডিয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফেসবুক ও ইন্সটোগ্রামকে পেছনে ফেলতেই প্রযুক্তি জায়ান্ট গুগল এই পদক্ষেপ নিতে যাচ্ছে।

এ ছাড়া মে মাসের কনফারেন্সে অ্যান্ড্রয়েন্ড ফর ওয়ার্ক ও অ্যান্ড্রয়েড এম উপযোগী ভয়েস কমান্ড সার্ভিসের ঘোষণা দিতে যাচ্ছে গুগল।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, মে ২২, ২০১৫
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।