ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইস্টার্ন প্লাজায় জিওনির এক্সক্লুসিভ ব্র্যান্ডশপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মে ২২, ২০১৫
ইস্টার্ন প্লাজায় জিওনির এক্সক্লুসিভ ব্র্যান্ডশপ

ঢাকা: প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে এসেছে চীনের সর্ববৃহৎ মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিওনি।

সম্প্রতি ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্সে জিওনির এক্সক্লুসিভ ব্র্যান্ড শপের শুভ উদ্বোধন করা হয়।



এতে  জিওনি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মি. ফিডেল এবং অনটেল-এর ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রাথমিকভাবে জিওনি ছয়টি মোবাইল হ্যান্ডসেট নিয়ে এসেছে বাংলাদেশে, যার চারটিই স্মার্টফোন।

স্মার্টফোনগুলো হলো এলিফ এস৭, ম্যারাথন এম৩, পি৪এস এবং পাইওনিয়ার পি৬।

এক্সক্লুসিভ ব্র্যান্ডশপের উদ্বোধন উপলক্ষে জিওনি প্রতিটি স্মার্টফোনের সঙ্গে নিশ্চিত পুরস্কার হিসেবে দিচ্ছে পাওয়ার ব্যাংক অথবা টি-শার্ট।

এছাড়াও র‌্যাফেল ড্র-এর মাধ্যমে কলকাতা নাইট রাইডারস-এর জার্সিসহ থাকছে অন্যান্য আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, মে ২২, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।